প্রকাশিত: Mon, Apr 17, 2023 5:24 AM
আপডেট: Tue, May 13, 2025 10:00 AM

সরকারকে না সরালে রাষ্ট্রকাঠামো ভেঙে তছনছ হয়ে যাবে: মির্জা ফখরুল

রিয়াদ হাসান: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন কিছুই ভালো নেই। আজকে সমাজকে সম্পূর্ণভাবে বিভক্ত করা হয়েছে। রাষ্ট্রকে ব্যর্থ বানাতে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। কারণ আমরা যেই গণতন্ত্রের জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম, সেইসব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে এরা ধ্বংস করে ফেলেছে। আজকে এই ভয়াবহ দানবকে রুখতে না পারলে রাষ্ট্রকাঠামো ভেঙে যাবে। জাতি ও স্বাধীনতা তছনছ হয়ে যাবে।

রোববার (১৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে এক ইফতার মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যৌথ উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল হয়।

মির্জা ফখরুল বলেন, আজকে গণমাধ্যমের স্বাধীনতা গণবিচ্ছিন্ন সরকার হরণ করেছে। যা ইতোপূর্বে কখনোই দেখা যায়নি। এখন আর সেন্সরশিপ দেওয়ার কিছু নেই। কারণ সেল্ফ সেন্সরশিপ চলছে। ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। এই আইনে অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের জন্য মুক্ত গণমাধ্যম যে দরকার সেটাও নেই। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে ভাষায় কথা বলেন তা সভ্য সমাজে কল্পনা করা যায় না।

তিনি বলেন, আলেমদেরও রেহাই দেওয়া হচ্ছে না। মাসের পর মাস বছরের পর বছর তাদেরকে জেলে ভরে রাখা হয়েছে। এমনকি হত্যা পর্যন্ত করা হয়েছে। বিএনপি নেতা চৌধুরী আলমসহ ৬ শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। সহস্রাধিক নেতাকর্মীকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এরমধ্যেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতিকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন। আসুন আমরা আমাদের ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে প্রত্যাবর্তনের জন্য একত্রে আন্দোলনে শামিল হই।

তিনি আরো বলেন, আসুন ইস্পাত কঠিন ঐক্য নিয়ে আগামী দিনের আন্দোলন সংগ্রামে এগিয়ে যাই। যারা আমাদের দেশের সবকিছুকে ধ্বংস করে ফেলেছে সেই সরকারকে যেন আমরা হটাতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন।

বিএফইউজের সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএফইউজের মহাসচিব নূরুল আমিন রোকন, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী প্রমুখ। এছাড়াও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতিবিদ ও পেশাজীবী নেতৃবৃন্দ। সম্পাদনা: তারিক আল বান্না